বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবিতা - প্রশান্ত সরকার

কিছুতেই কিছু আসে যায়না 
প্রশান্ত সরকার


‘পাখী সব করে রব রাতি পোহাইল’

তাতে কিই বা এমন যায় আসে বলো
সেই তো সকাল হলেই
ঘাড়ে পৃথিবী বয়ে নিয়ে আসবে কাগজওলা
বারাসাত লোকালে
তোমায় নিয়ে আসবে সেজোমাসি
পাত্রপক্ষ দেখে যাবে সাজানো গোছানো মেয়ে
ঘরকন্যা সামলে রাখো কেমন করে
উপরন্তু ডিপ্লোমা আছে শাস্ত্রীয় সঙ্গীতে......

তবু এসবে কিছুই আর আসে যায় না, হয়তো
যতক্ষণ রাত থাকবে
ততক্ষণই বারাত,
ফিরে যাবে ফুলগাড়ি আড়িয়াদহের দিকে
তারপরেই চওড়া সিঁথি জুড়ে ভোর হবে
তীব্র মেটালেও
পাখিদের রেওয়াজে দ্যাখো ‘সা’ ছুঁয়ে যাচ্ছে সরগম