বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবিতা - সোহম নন্দী

সোহম নন্দীর লেখা

মোহন বাদুড় তুমি ওড়াও বিদায়ে- ভূতে পাওয়া
বসবাসে বৃক্ষমূলে- বাঁধা গ্যালো দম্পতি মানত
দেহাতি গ্রাম দ্যাখো- নিবিড় কড়চায়
তর্কের অবসানে গলে যায় সিঁদুর- হলুদ
কারা যেন ফেলে যায় মালা উপচার- জুটে
যায় আরও কিছু ওলাওঠা মাস
নির্ভীক হাঁড়ি হাতে রমণী নিরোগ
বিদায়ে ওড়াও মোহন- ফেলো কার্তিক