বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবিতা - রুচিরা দাস

খোঁজ
রুচিরা দাস


ছাতার নীচে দুটো মুণ্ডুকাটা ধড়
কাছাকাছি এসে থেমে যেতেই-
আমি গল্পের খোঁজ করি।

একটা টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে যায়
ছোট্ট একটা আবর্জনার স্তুপ, কানা গলির ভেতর;
আর আমি পথের খোঁজ করি।

কাকের দলের আলসেতে ফেলে যাওয়া
গলা নাড়িভুঁড়ির মরণ তত্ত্বের বিশ্লেষণ চিহ্নে-
আমি বাতাসের খোঁজ করি।

ওবাড়ির আইবুড়ি পিসিমার সুতোফুলে,
ঘুমের নক্সারা গান গেয়ে যায়।
আমি একমুঠো শান্তির খোঁজ করি।

আধবুড়ো লোকটার সিগারেটের রিং উঠে
ধোঁয়াশায় ভরায় স্টেশন চত্বর।
আমি মরা জীবনের খোঁজ করি।