বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবিতা - ঋষি সৌরক


ঈল্পোজ্‌ড্‌ - এক মখমলি অ্যা হ শ্বাস্‌
ঋষি সৌরক


ফুটপাথে বই পড়ে আছে
খোলাপাতা থৈথৈহীন আকস্মিকতা
মোড়া মলাটে পড়ে আছে ফুটপাথ
সাদা রানির ঘরে সাদা রাজা
কালো অঘ্রাণ লাল রাজার ঘরে
কবিহীন অজস্র অক্ষরবাট নীল --
এলোপাথাড়ি সব কন্ট্রাস্ট নিয়ে
বই পড়ে আছে এঁটো মাংসের মতো
সচেতন কুকুরের ময়লা ক্যানাইন
প্রতিফলিত কুফল পড়ে আছে
দামহীন !
নির্বিশেষ ছিঁড়ে নেয় পশু ও মানুষ
দায়হীন হায়হীন যতটুকু যশোধর
তুলে নেওয়া যায়,সংসারী শহরের মাঝে
বইহাট ফুটপাথে নোংরা ও অশ্লীল
ঋতুমে খেপড়ে আছে ‘ছোঁবো কি ছোঁবো না’ বোধ
অতিশয় হাল্কা তবু টানটান শহরের পেট
খোলা বই পড়ে আছে পড়ে আছে বাবাদের বাঁ