বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

কবিতা - বিপুল চক্রবর্তী

আদি সপ্তগ্রাম
বিপুল চক্রবর্তী



১.

হঠাৎ-ই কী ভেবে আমরা বেরিয়ে পড়লাম
চলো, ঘুরে আসি, চলো আদি সপ্তগ্রাম

আদি, তবু লুপ্ত নয়, হৃদয়ের কাছে
আজও ঠায়, সত্য হয়ে, দাঁড়িয়ে সে আছে

সঙ্গে হংসেশ্বরী, বাসুদেব আর
বহে শীর্ণ সরস্বতী, আজও সে অপার

২.

রাজা নেই, মন্ত্রী নেই, নেই সে পুরনো দিন আজ

বাসুদেব মন্দিরের গায়ে
শিল্পীর নৈপুন্যে তবু বেঁচে আছে পুরনো সমাজ

৩.

উন্মত্ত, মাতাল আর ধ্বংসোন্মুখ
আমার এ বৃত্ত ছেড়ে – আমার শহর ছেড়ে

তোমার ছায়ায় এসে দাঁড়িয়েছি
ওগো শীর্ণ সরস্বতী

ও ভাঙা পাঁচিল...