বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

কবিতা - শুদ্ধসত্ত্ব ঘোষ

বিবাহ
শুদ্ধসত্ত্ব ঘোষ



যেন কোনো রোগ নেই ভূগোলের,
সব আলো যথাযথ জ্বলেছিল-
সমস্ত গন্ধবণিকের ষড়যন্ত্র
পিঙ্গল ধূর্ততা
মলাটের মিলমিশে
বই-এর চাদর হয়ে
ঢেকেছিল যুবতীর স্তন
কোমল রেখাব,

চায়ের দোকান তার আবছায়া মাপে
ভিন্ন নারী তুলনায়
টিমটিমে গ্লাসের তলানি
খুচরো মিটিয়ে পাওনা
যে যার মশারি চড়ে
বিবাহে গেছিল-

সে সব বিবাহে কোনো দোষ ছিল না প্রসঙ্গত! 


1 comments:

Unknown বলেছেন...

যে যার মশারি চড়ে বিবাহে গেছিল। বাহ!