বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

কবিতা - অয়ন বন্দ্যোপাধ্যায়

সবুজ
অয়ন বন্দ্যোপাধ্যায়



শৈশবে সবুজ -- রিঙ আলগা হয়ে কোথায় ...
মাঝের আঙুল ঘিরে কালচে পুরনো এক দাগ ...
খেলা- ছলে খুলে গেছে অজান্তে ঝোপ- আগাছায় ...
সবুজের মধ্যে মিশে থাকে আরও সবুজাভ রাত ...

খুঁজতে খুঁজতে কবে সরে গেল অবুঝ কৈশোর ...
যৌবনপ্রান্ত - তবু স্পষ্ট সেই মধ্যমার ছোপ ...
সবুজ সবুজ দিন পার করে কমবয়সী মোড় ...
শৈশববাগান থেকে ধেয়ে আসে হাহাকার ... ক্ষোভ ...

শূন্য আঙুল জানেনা, টুকিটুকি -লুকোচুরি খেলা
অসাবধানে হারিয়েছ আংটি : সবুজ ছেলেবেলা