বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

কবিতা - সপ্তাশ্ব ভৌমিক

খোলস
সপ্তাশ্ব ভৌমিক



অনেক কথা থাকল বাকি
কথার কথা এসব নাকি
যদিও কথা ভুলেছে আজ শোক
এখন তবু বিবশ ভাষা
কিসের টানে লুকিয়ে আসা
সঠিক কথা জানে না কোনো লোক
মেলার থেকে মুখোশ কেনা
এসব জানি তোমার চেনা
তবুও তুমি করনি সোরগোল
সময় ছোটে নিজের মনে
লুকিয়ে বাঁচি ঘরের কোণে
যে ভাবে সাপ লুকিয়ে রাখে খোল
সময় হলে খোলস একা
ঝোপের ধারে হঠাৎ দেখা
চোখের ভুলে শিউরে ওঠে মন
মানুষ ফেরে নিজের ঘরে
খোলস একা লুকিয়ে পড়ে
খোলস শুধু খোলস অগণন