বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

দুটি কবিতা - হিন্দোল ভট্টাচার্য



নাগরিক

ক্ষুধার্ত বাঘের চোখ
ভালবাসতে পারে

আঁকাবাঁকা জঙ্গলের ভেতরে
শহর জেগে রাত হয়ে আছে

শিকারের যখন সময়
তখন কি তার মুখে
শিশু কোন গন্ধ ফুটে ওঠে ?

এই সব সংশয়ের গোপনে গোপনে
খাপ খোলে অন্ধকার

চায়ের দোকানে শীত
                      থমথম করে …




পুঁথি

তুমি প্রকাশিত হও

নিজের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছ তুমি নিজেই বারবার

এবার সমাধি থেকে উঠে পড়ো

নিজেকে পোড়াও

... অনেক মৃত্যুর পর জীবনে মোমবাতি জ্বলে ওঠে