স্বেচ্ছা নির্বাসন
পীযূষ কান্তি বন্দ্যোপাধ্যায়
যেদিকে দুচোখ যায় চলে যাও, প্রথাগত প্রিয়া ।
আমাকে একা রেখে রুটিনের অবিশ্রাম দাহে…
শব্দের মড়কে ঘেরা অব্যক্ত যন্ত্রণা ছেড়ে, দ্বিধাহীন
চলে যাও পূর্বনির্ধারিত সেই তোমার বিবাহে।
এ আমার স্বেচ্ছানির্বাসন। বন্ধুহীন - প্রেমহীন
এ বৈভবে প্রতিদিন পুড়েপুড়ে ঝরে যেতে দাও।
জানতে চেয়োনা তুমি, কোন দোষ ছিল,কি ছিলনা,
বরং অশ্লীল বলে, ঘৃণ্য বলে, আমাকে কাঁদাও।
আমি কি ভাবিনি ভাবো - কি কারণে রোজ কলুষিত
আমার প্রশ্বাস, স্পর্শ, ধমনীর প্রত্যেকটি লালিমা,
মন আমার আপাদমস্তক কোন অসুখে নিন্দিত?
ভেবেছি, ভেবেও তার কোনদিন পাইনিকো সীমা।
কি ভাবছো? যদি ফের ফিরে আসি, কি হবে তখন ?
সুখী থেকো। বলেছি তো এ আমার স্বেচ্ছানির্বাসন।
পীযূষ কান্তি বন্দ্যোপাধ্যায়
যেদিকে দুচোখ যায় চলে যাও, প্রথাগত প্রিয়া ।
আমাকে একা রেখে রুটিনের অবিশ্রাম দাহে…
শব্দের মড়কে ঘেরা অব্যক্ত যন্ত্রণা ছেড়ে, দ্বিধাহীন
চলে যাও পূর্বনির্ধারিত সেই তোমার বিবাহে।
এ আমার স্বেচ্ছানির্বাসন। বন্ধুহীন - প্রেমহীন
এ বৈভবে প্রতিদিন পুড়েপুড়ে ঝরে যেতে দাও।
জানতে চেয়োনা তুমি, কোন দোষ ছিল,কি ছিলনা,
বরং অশ্লীল বলে, ঘৃণ্য বলে, আমাকে কাঁদাও।
আমি কি ভাবিনি ভাবো - কি কারণে রোজ কলুষিত
আমার প্রশ্বাস, স্পর্শ, ধমনীর প্রত্যেকটি লালিমা,
মন আমার আপাদমস্তক কোন অসুখে নিন্দিত?
ভেবেছি, ভেবেও তার কোনদিন পাইনিকো সীমা।
কি ভাবছো? যদি ফের ফিরে আসি, কি হবে তখন ?
সুখী থেকো। বলেছি তো এ আমার স্বেচ্ছানির্বাসন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন