অনুতাপ
সুমিত রঞ্জন দাস
অনেক কষ্টে বহুদিনের চেষ্টায় ভাবতে
শিখিয়েছি তোকে
তোর হাতে দিয়েছি অধরা কলম
লিখতে শিখিয়েছি দু'হাত ভরে;
তুই লিখতে থাকিস,
প্রতি পাতায় ঝরে ঝরে পরে সুবাসিত ছেলেবেলা
আঁকিবুকির ফাঁকে কখন যে কেটে যায় মায়াবেলা ...
তুই বড় হতে ভয় পাস ।
অনেক কষ্টে বহুদিনের চেষ্টায় দাঁড়াতে
শিখিয়েছি তোকে
এখন তুই হাঁটতে থাকিস
ছুটে ধরতে চাস প্রজাপতির পাখনা;
অসহায় লাগে তোর কথা ভেবে ...
এবার বরং চেষ্টা করব ভবিষ্যত উজ্জ্বল গড়তে
অন্ততঃ আত্মসন্তুষ্টির জন্যই ।
সুমিত রঞ্জন দাস
অনেক কষ্টে বহুদিনের চেষ্টায় ভাবতে
শিখিয়েছি তোকে
তোর হাতে দিয়েছি অধরা কলম
লিখতে শিখিয়েছি দু'হাত ভরে;
তুই লিখতে থাকিস,
প্রতি পাতায় ঝরে ঝরে পরে সুবাসিত ছেলেবেলা
আঁকিবুকির ফাঁকে কখন যে কেটে যায় মায়াবেলা ...
তুই বড় হতে ভয় পাস ।
অনেক কষ্টে বহুদিনের চেষ্টায় দাঁড়াতে
শিখিয়েছি তোকে
এখন তুই হাঁটতে থাকিস
ছুটে ধরতে চাস প্রজাপতির পাখনা;
অসহায় লাগে তোর কথা ভেবে ...
এবার বরং চেষ্টা করব ভবিষ্যত উজ্জ্বল গড়তে
অন্ততঃ আত্মসন্তুষ্টির জন্যই ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন