বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

চৈতালী গোস্বামী

স্বর্ণশরীর
চৈতালী গোস্বামী

ফর্সা হাত, কালো হাতের
নির্ভুল জাগলারি, প্রেম।
দেখবার ভুল নাকি দেখাবার কায়দায়
প্রেম ঘিরে রহস্য থেকে যায়।
“তোমাকে ছাড়া বাঁচতে পারবো না” এই
অত্যুক্তি ছাড়া কোনো প্রেমপত্র সার্থক নয়...

পাতা উল্টে দেবো ভাবি আর পতঙ্গরা ভিড় করে
শূঁয়োপোকার আরও খাদ্য দরকার
পাতা উল্টেও দেখি প্রকাণ্ড অন্ধকার...

ঝড় উঠেছে কোথাও
বৃষ্টির ফোঁটা নেই
ভারহীন দেহগুলি মিলিয়ে যাচ্ছে ক্রমশঃ
অগ্নিপিণ্ডের মধ্যে
পুড়ুক
অবসাদে ন্যুব্জ হোক প্রতিবার
আগুনের সাথে আবেগের মিশ্রণ হলে
স্বর্ণশরীর তৈরী হয়