বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

সাবরিনা সিরাজী তিতির

যে প্রশ্ন তোমার , যে প্রশ্ন আমার
সাবরিনা সিরাজী তিতির

ঘর বলতে কী বোঝ ?

ফুলতোলা বেড কাভারে ঢাকা শয্যা
দক্ষিণের জানালায় হাস্না হেনা
আলমারি ভরা নতুনের কোলাহলো
লুকিয়ে থাকা গয়নায় আটকে যাওয়া অতীত
স্নানঘরে যত্নের আড়ালে চলে যাওয়া পতঙ্গের আর্তনাদ
কফির কাপে ঝড়ো ধোঁয়ায় কেঁপে ওঠা বিকেল
এইতো ?

যদি বলি ঘরের সংজ্ঞা অন্যরকম

কখনো শয্যায় একটা দুটো চোরকাঁটা
বন্ধ জানালায় থমকে দাঁড়ানো ভোকাট্টা দীর্ঘশ্বাস
সতর্কীকরণের ধাক্কায় ছিটকে পড়া অভিলাষ
স্নানঘরের বাতাসে ভেসে থাকা সলজ্জ কথোপকথন
ঘর মানে ভুলে যাওয়া কেউ কড়া নাড়ে
বিকেলের বারান্দায়
কেউ হাঁক দেয় আলমারির গোপন থেকে
বলে , আমিও ছিলাম তোমাদের ভালোবাসায়

আমি আর তুমি আছি দুটোতেই

আছে প্রশ্নের বাড়াবাড়ি
একটা প্রশ্ন আমারও

ঘর বলতে কি বোঝ ?