বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

বেবী সাউ

বেবী সাউ-এর দুটি কবিতা
প্রেমিক


চলন্ত পথে অবসন্নতা আঁকা
হাঁপরি যুদ্ধে হেরে যাচ্ছে বেচারী কৃষক
জলকুচির সাথে মৈথুন্য খেলায় রোদপাখি
অন্ধকার ওৎ পেতে হিংস্রী সিংহীর মতো

আমিও টেবিল ল্যাম্প জ্বেলে হাহাকার পাঠে মেতেছি

দেখি , পরমানু বোমা পকেটে রেখেও নির্দ্ধিধায় লাল গোলাপ বিলোচ্ছে প্রেমিক ।


পুর্নজন্ম



থুতু আর বিশ্বাস জমিয়ে রাখছি ধর্মগ্রন্থের পৃষ্ঠায়
গোপনে গোপনে পাখিডানা খুঁজছি
যে আমাকে আশি বছর পার করিয়ে ফিরিয়ে আনবে আ-মৃত্যুরডিপোয়!

এরপর আবার আফসোস , হাহাকার
আবর্জনাময় আধুলি জীবন

তবুও
একশ আট বেলপাতা চড়িয়ে যাচ্ছি
পুর্নজন্ম পাওয়ার আশায় ।