সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

কবিতা - রত্নদীপা দে ঘোষ

কবিতা এবং মাষ্টারবেশন - ২০
রত্নদীপা দে ঘোষ



মাষ্টারবেশন আর কবিতা উৎপাদনের মধ্যে বস্তুত কোনো তফাত নেই । দু ক্ষেত্রেই আঙুলের আগায় নিশপিশ করে আস্তাবল । ক্ষেত্র বিশেষে ঘোড়সওয়ারও ।মুহূর্তে মানুষ ম্যাজিক-লাইটার যার অর্ধেক রং – মশাল আর বাকী অর্ধেক হাউই। আদুর গায়ে দু চাকার বাধ্য সুষুম্না ! দিগন্তঘোড়ার ফুলে ওঠা শ্বাস । ফাটল অসভ্য হয় ক্রিয়াশীল ছোবলে । ঘামতেল মেখে উঁচিয়ে ওঠে হুইসিল । ঢেউ, কখনো কোণাকোণি কখনো তেরছা টাইটানিক । মুশলধারায় অভ্রগন্ধের মৈথুনবীজ
অজস্র গুটিপোকা। হাত পা মগজ এপাশ ওপাশ ছড়ানো । বালি সুরকি বোল্ডার । শব্দ ঠুকে যায় ব্রেনের জ্যামিতিতে । পশলা দুয়েক ঝুমমেডুলা । হামাগুড়ি দিয়ে অক্ষরসিমেন্ট , আলোকিত অঙ্গুলিনির্দেশ । মগজ থেকে ধরানো সিগার । কোনো কোনো শব্দ আকুপাকু যেন শীতকালীন হাঁসের দুপুর । তারপর কলমের সীমানায় স্পষ্ট হয়ে সত্তা , জ্বলজ্বলে যাপন ! ঘামের নতুন বিন্দুসহ পাক্ষিক কবিতার ইলাস্ট্রেশন ।

মাষ্টারবেশন এক নিশীথমধ্যঘোর । কবিতাও ।
.. সাদা হাত , সাদা পাতার নগ্নরেশ
মোমের আগুন ... সর্বাঙ্গ ঝলসে দিয়ে ...