সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

কবিতা - সৈকত ঘোষ

দার্শনিক
সৈকত ঘোষ


আলোর স্থান পরিবর্তন হলে
বদামি ঠোট কালচে হয়ে যায়
হাতের মুঠোয় ছোট বড় আকাশ
মাঝারি মানের স্পর্ধায় কেঁপে ওঠে

দার্শনিক হবার লোভে
শুন্যতার গলায় দুপেগ হুইস্কি ঢেলে দিলাম
জামার হাতায় গুটিয়ে রাখা পৌরুষ
হেরে গেল জাপানি তেলের কাছে


মি উবু হয়ে বসে নীরবে
প্রজাপতি ধরছিলাম | আসলে ঈশ্বর
গভীর জলে সাঁতার কাটেন
গোলাপি নগ্নতা খানিকটা ঋতুচক্রে
রঙিন বিসর্গের মত |
যদিও ,

তোমার কোমড়ের নীচ থেকে উকি মারা উল্কি
প্রশ্রয় খোঁজে বুকের আদ্র কঠিন খাঁজে |