সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

কবিতা - সৌরভ ভট্টাচার্য্য

সৌরভ ভট্টাচার্য্য এর তিনটি কবিতা
বারণগুলো

তোমায় বরফ ভাবার ভুল বোঝাবুঝি,
এক কোনে দেওয়ালের গন্ধ শুঁকছি
পায়ের চাপ মুখস্ত করতে করতে---
বদ অভ্যাসগুলো লোহা হয়ে যাচ্ছে
লাল টুকটুকে...
তারপরের ব্যাপারটা খোলস দিয়ে ঢাকা ।

এই জ্যা---
বারণগুলো বলা হয়ে গেছে...!

সাপেক্ষে

আমার সাপেক্ষে যেটা কুয়ো
তোমার সাপেক্ষে সেটা জল হতেও পারে
ঠাণ্ডা...
মগ থেকে গ্লাসে ঢেলে নেওয়া যায়

আমার সাপেক্ষে তুমি জোনাকি
তোমার সাপেক্ষে আমি কিচ্ছু না ।

কারণ দুই আর দুই চার

সাইকেল স্ট্যান্ড এ সাড়ি দিয়ে সাইকেল পড়ে যেতে দেখে
নিজের কথা মনে পড়ে
দিনের পর দিন...
রাতের পর রাত নয় ।
তারপর ব্যাপারতা হাপানি রুগীর মত,
পারফুমের গন্ধেও নাকে রুমাল দিয়ে রাখি!
হুস করে আরও একটা গাড়ি পেরিয়ে গেলে--
                          দেওয়ালে চাপি..পড়ে যাই..

পিঁপড়ে হওয়া এত সহজ নয় !

অনেকদিনের অভ্যাসে তোরা পেন্ডুলামের মত,
মাধ্যাকর্ষণ টানলেও ওপরে যাস
ঠিক যেমন একটা বাচ্চা ছেলের কাছে
দুই আর দুই চার...