সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

কবিতা - বাপী গায়েন

একটি বিকৃতিমূলক
বাপী গায়েন


গাছে গাছে টফি ঝুলে আছে
ছায়ায় ছায়ায় মহা-বিশ্বকোষ
এখানে আমি দুঃখিত হলে
তবেই যে নির্বাণে আসি
সেরকম শীত জানে ,
হয়ত আপস প্রভু প্রভু ভূমিকায় লিপিবদ্ধ থাকে

আমি তার করুণার সব পাশে- মানুষের মত
অর্ধেক ভাঁজ হয়ে থাকি
এই ভাবে কিছু বিকৃতি থেকে যায়
আমাদের দুজনার ঘাড়ে