সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

কবিতা - ছন্দম মুখোপাধ্যায়

নিভে যাওয়ার আগে
ছন্দম মুখোপাধ্যায়



ওর খিদের হিংসাবৃত্তি আমার চিতায় চাল চড়াল ।

এক দৃষ্টে হাঁড়ির দিকে তাকিয়ে । চালের সঙ্গে দুটো মাছও সিদ্ধ হয় ।

ফুটন্ত ভাতের টগবগানি, চিতার চরচর শব্দ, তাছাড়া

সব চুপ । শরীরের সমস্তটা তেলে ফোটাব ,

আমার ধোঁয়ার যা ইচ্ছা শরীরেরও তাই ।