সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

কবিতা - সিধ শর্মা

আশা নিরাশা
সিধ শর্মা


গায় না বউ কথা কও
মোবাইল-এর ভ্রুকুটিতে
হিজলের মনে ব্যথা দাও
প্রমোটারের দরাদরিতে
ভাটিয়ালি যায় না শোনা মাঝ দরিয়ায়
স্বরলিপি যায় না বোনা কবিতা খাতায়
বৈকালিক প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ সূর্য রথ
ছুটন্ত দিন রাত্রি কারিগর হারিয়েছে পথ
কবিতার পান্ডুলিপি হারায় হেলায়
হৃদয়ের দিনলিপি পথের ধুলায়।
.
পুনর্বাসন নয় চাই পল পল নির্বাসন
সখ্যতা হৃদ্যতা মুর্খ বিলাসিতা
আবাহন না করে ভাসানী বিসর্জন
তবুও আশা দেখায় সন্ধ্যা তারায়
অন্তরে অনাবিল ঢেউ স্বপ্ন চেনায়
অহংগী পরীর চুলের জল গড়ায়
ধবধবে জোত্স্নায় অঙ্ক কষি
টুপটুপিয়ে বৃষ্টি ঝরে বানভাসি
অক্ষম লজ্জাহীন এক গল্প দিতে
নীল খামেতে লাল কালিতে।
.
অস্তিত্বের ভগ্নাবাসে -
রাত গভীরে বিশাল অট্টহাসি
কপোলে জল বিন্দু বানভাসি।

8 comments:

Nashida Khan Chowdhury বলেছেন...

বৈকালিক প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ সূর্য রথ
ছুটন্ত দিন রাত্রি কারিগর হারিয়েছে পথ
কবিতার পান্ডুলিপি হারায় হেলায়
হৃদয়ের দিনলিপি পথের ধুলায়।

বাহ্!!! বেশ ভালো লাগলো ।

Nashida Khan Chowdhury বলেছেন...

অক্ষম লজ্জাহীন এক গল্প দিতে
নীল খামেতে লাল কালিতে।
.
অস্তিত্বের ভগ্নাবাসে -
রাত গভীরে বিশাল অট্টহাসি
কপোলে জল বিন্দু বানভাসি।

চমৎকার!!!

অলক বিশ্বাস বলেছেন...

সম্পাদকদ্বয়কে আন্তরিক শুভেচ্ছা। ভালো একটি সংখ্যা উপহার দেওয়ার জন্য। পরের সংখ্যার জন্য মুখিয়ে থাকলাম।

TITU বলেছেন...

নাশিদা তোমার ভালো লাগাতে আপ্লুত।

TITU বলেছেন...

এভাবেই পাশে থেক বন্ধু নাশিদা

TITU বলেছেন...

আমিও কৃতজ্ঞ ও আপ্লুত ক্ষেপ্চুরিয়ান হতে পেরে

Dr.sipra Mukherjee.Halder বলেছেন...

রাত গভীরে বিশাল অত্তহাসি।।
কপোলে জল বিন্দুভাসি।।
অপূর্ব লিরিক।।অনবদ্য।।

Dr.sipra Mukherjee.Halder বলেছেন...

রাত গভীরে বিশাল অত্তহাসি।।
কপোলে জল বিন্দুভাসি।।
অপূর্ব লিরিক।।অনবদ্য।।