সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

ছড়া – রাজগোখরো

দুই বিড়ালের যুদ্ধ
রাজগোখরো


বিশাল বড় ইস্কুলবাড়ি-
বেঞ্চি পাতা সারি সারি,
হোঁতকা মতো দুই বিড়ালে
করলো শুরু মারামারি।

গোঁফ ফুলিয়ে ফুঁসছে লেলো
লেজ উচিয়ে ডাকছে কেলো,
দুই বিড়ালের রাগের চোটে
বেঞ্চি এবার টলোমলো।

লেলো খামছে দিতে দক্ষ,
কেলো কামড়ায় ঠিক লক্ষ্য;
বুজছে না সাদা বেড়াল
যুদ্ধে নেবে সে কার পক্ষ।

সে কি যুদ্ধ হবে ক্যানে?
ও মা এটা কে না জানে,
ছাদের থেকে টিকটিকি এক
মরে পড়েছে যে মাঝখানে।

শেষে শুরু হল যুদ্ধ,
দুই বিড়াল-ই ভীষণ ক্রুদ্ধ,
আমি এবার পালাই বরং-
লড়াই-এ কাঁপছে যে পাড়াশুদ্ধ...।