সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

কবিতা - পাঞ্চালী সিনহা

স্বপ্নবীজ
পাঞ্চালী সিনহা


দেখেছি রাতের আগুন
কিভাবে এগিয়ে আসে দ্রুত
বাতাসের ভারী হয় বুক
স্তূপীকৃত জমে ওঠে বাসনার ছাই
পতঙ্গের ডানায় সে ভস্মরূপী বীজ
এক এক মৃত্যুর সাথে
আবারও জন্ম নেয়
খেলতে থাকি অস্পষ্ট সেই দোলাচলে
স্বপ্নের জন্ম-মৃত্যুর সাথে
এগোতে থাকি
একটি রাত ভেঙে
আরেকটি রাতের কাছে
নিঃশব্দ নতজানু। 

1 comments:

Pritam Bhattacharyya বলেছেন...

খেলতে থাকি অস্পষ্ট সেই দোলাচলে
স্বপ্নের জন্ম-মৃত্যুর সাথে
এগোতে থাকি
একটি রাত ভেঙে...... অপূর্ব।