সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

যৌথকাব্য - অনুপম এবং উল্কা

উল্কাপম
অনুপম মুখোপাধ্যায় এবং উল্কা

উৎসর্গঃ জ্যাক কেরুয়াক


সকাল কুড়ুনি দুপুর গড়িয়ে ফেরে
বালতি বোঝাই উল জড়ানো চৌরাস্তা
ছোট কুঠুরিতে রসদ তো তার ভালোই
বেঁটে সোয়েটারে কালোকোলো চৌকোনা


তপ্ত তরলে চুমুক ব্যগ্র হয়
সেই সুতো যার অন্য প্রান্ত বাঁধা
চোরা উপকূল কাঠপুতুলির চোখ
এবং নৃত্যে ঢেউ গেলা অজুহাত

৩.
মন চুরি চুরি লাল ঝুরি খাপছাড়া
প্ল্যাটফর্ম ছাড়ে গস্পেল পিলগ্রিম
ছবির আড়ালে ছবির উদবেগ
সাধারণ ট্রেন , দেখার কিছুই নেই


এই হলুদ অসামান্য ভারতীয়দের রঙ
এই সবুজ পশ্চিমবঙ্গীয়
পিচকারি হাওয়াদের নিঃশ্বাস বেচে দেয়
আড়াই খড়ম শ্যাওলা লঙ্ঘন

৫.
নির্যাতনে ক্যামেরা পাগল
এরপর থেকে নোনা দেশ-কা-ঠোক্কর
পনীর , ডিম , খেজুর ও গ্যাসস্টোভ
তৈয়ার আছে , আসুন অ্যাডমিরাল