বইমেলার সাত-সতেরো
উজান
(১)
এবার বইমেলায় রোজ হাত ধরে ঘুরছে
সোনালি অতীতের সাথে কিছু রূপোলি মিথ্যেকথা
কারুর দৃষ্টি এড়াবার দায় নেই ওদের
(২)
এবার বইমেলায় ধূলো উড়ছেনা,
উড়ছে চাঁদের প্রেমিক-সোহাগ রদ্দুর
(৩)
একটি পলকা কবিতা ধা্ক্কা খেতে খেতে
ভেসে বেড়াচ্ছে বইমেলায়...
ওরা বলেছে “দেখে চলতে পারনা নাকি?”
(৪)
দুম করে কাল বইমেলা হয়ে গেল কারবালা প্রান্তর
আর জল না খেতে পেয়ে মরে গেল কবিতা
(৫)
বইমেলায় পরে যেতেই আমার সবুজ পাঞ্জাবি ধূসর হয়ে গেল;
মেঘ নয়,
গায়ে মাখামাখি ছই ছাই কোন্দল
(৬)
চাঁদ তুই বইমেলায় নামবিনা?
তোর বুনো প্রেমিক মাদল ভালবাসে?
পিছনে তাকাসনা,সোজা গিয়ে বাঁ দিকে ।
(৭)
কাল খবর ছিল
একই রকম একটি মেয়েকে দেখা গেলেও
উজানকে পাওয়া যাচ্ছেনা বইমেলায় ,
নিরুদ্দেশ।
উজান
(১)
এবার বইমেলায় রোজ হাত ধরে ঘুরছে
সোনালি অতীতের সাথে কিছু রূপোলি মিথ্যেকথা
কারুর দৃষ্টি এড়াবার দায় নেই ওদের
(২)
এবার বইমেলায় ধূলো উড়ছেনা,
উড়ছে চাঁদের প্রেমিক-সোহাগ রদ্দুর
(৩)
একটি পলকা কবিতা ধা্ক্কা খেতে খেতে
ভেসে বেড়াচ্ছে বইমেলায়...
ওরা বলেছে “দেখে চলতে পারনা নাকি?”
(৪)
দুম করে কাল বইমেলা হয়ে গেল কারবালা প্রান্তর
আর জল না খেতে পেয়ে মরে গেল কবিতা
(৫)
বইমেলায় পরে যেতেই আমার সবুজ পাঞ্জাবি ধূসর হয়ে গেল;
মেঘ নয়,
গায়ে মাখামাখি ছই ছাই কোন্দল
(৬)
চাঁদ তুই বইমেলায় নামবিনা?
তোর বুনো প্রেমিক মাদল ভালবাসে?
পিছনে তাকাসনা,সোজা গিয়ে বাঁ দিকে ।
(৭)
কাল খবর ছিল
একই রকম একটি মেয়েকে দেখা গেলেও
উজানকে পাওয়া যাচ্ছেনা বইমেলায় ,
নিরুদ্দেশ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন