শুক্রবার, ১ মার্চ, ২০১৩

কবিতা - সৌরভ নাগ

মলিন স্বার্থ...
সৌরভ নাগ


শান্ত অবেলায় সন্ধ্যার শুকতারা...
একগুচ্ছ শব্দের পিচ্ছিল বন্ধন ছুঁয়ে
প্রজাপতির ডানায় মেলে দেওয়া শহর,
দিবালোক এখন আলোকবর্ষের ইতিহাস ইতিবৃত্তি।
হস্তান্তরের বৃষ্টি গুলোও শুনেছি মেঘ রূপ
কুয়াশা ছড়িয়ে স্তব্দ
কোনও এক বিষময় ভবিষ্যতের দিকে
ক্লান্ত মানুষটা হেঁটে চলেছে
কাপড়হীন,
বিকিয়ে দিয়েছে সব কিছু অবিলম্বে (তাই)

পারলে শহর তাঁর শক্ত চামড়া পর্যন্ত ছিড়ে নেয় নির্দিধায়।
আমি নির্বাক শুধু শুকতারাটার দিকে চেয়ে...