বাধ্য
জানতে হবে কষ্ট নেই
আকাশ টুকরো টুকরো মেঘে
স্পর্শের কথা রাত্রি ছোঁয়া
কিন্তু ফাটা মেঘের ব্লেড-এ
তাই বুঝতে হয়--বাধ্য হয়ে
সমর বন্দ্যোপাধ্যায়
জানতে হবে কষ্ট নেই
এবং কোনো দুঃখ নেই
আকাশ টুকরো টুকরো মেঘে
নামছে দেখি সন্ধ্যা
গ্রীষ্মকালীন আঁধার থমকে
অয়ি সনির্বন্ধা
স্পর্শের কথা রাত্রি ছোঁয়া
রাত্রির মন কেমন হওয়া
কিন্তু ফাটা মেঘের ব্লেড-এ
ঝলসে ওঠা রক্ত
আড়াল করা শক্ত
তাই বুঝতে হয়--বাধ্য হয়ে
কোথাও কোনো কষ্ট নেই......
সত্যি কি খুব সহজ এই!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন