শুক্রবার, ১ মার্চ, ২০১৩

কবিতা - জুবিন ঘোষ

সহজিয়া জুবিন ঘোষ

সহজ করে বলার চেয়ে সহজ কিছু নাই
সহজ করে বলার মতো সহজ হওয়া চাই

সহজ করে বলব কী ভাই সহজ কেউ নয়
কী এসে যায় তাতে তোমার সহজ অকুতভয়

সহজ ছিল ছেলেবেলা সহজ ছিল গ্রাম
সহজ ছিল আকাশবাতাস বাংলা নদীর নাম

সহজ হবে ভিতরবাহির সহজ পথ ধরে
জটিল ধুলো উড়িয়ে ছুটি সহজ সাদা ভোরে

হলোই-বা কিছু সহজ ভুল সহজ মনে তার
সহজ করে স্বীকার করতে সাহস দরকার

সহজ করে বলার চেয়ে সহজ কিছু নাই
সহজ করে বলার মতো সহজ হওয়া চাই

2 comments:

Kiriti বলেছেন...

"সহজ করে বলার মতো সহজ হওয়া চাই...."....aapto-bakyo !!

আরশিনগর প্রাণভূমি বলেছেন...

ভাল লাগল। তবে চেনা জুবিনকে পেলাম না।