শুক্রবার, ১ মার্চ, ২০১৩

কবিতা - নীলাঞ্জন কুমার

যুদ্ধ হয়
নীলাঞ্জন কুমার


রীতিমতো যুদ্ধ হয় রীতিমতো
নিজস্ব ল্যান্ডমার্ক আঁকড়ে যুদ্ধ হয়
সব প্রয়োজন মেটাতে যুদ্ধ হয়

যুদ্ধের হারজিত নিয়ে সব মশগুল
উচিত-অনুচিতের হিসেব অহেতুক

রীতিমতো উদ্ধারের বাইরে প্রতিদিন
যুদ্ধ হয় অবিরাম ভেতর ভেতর