শুক্রবার, ১ মার্চ, ২০১৩

কবিতা - বিশ্বজিৎ মণ্ডল

পরিযান
বিশ্বজিৎ মণ্ডল


ঘুম ছেড়ে উঠে গেছি অলৌকিক

শিথানে ঘুমিয়ে আছে তোমার প্রথম গ্রন্থের প্রচ্ছদ
বন্ধুকে উৎসর্গ করা বজ্র-বিদ্যুৎ মাখা কবিতা
অবলীলায় গড়িয়ে পড়ি তোমার পৃষ্ঠার মধ্যযামে
তখন ছায়াময় টেবিলজুড়ে সাজাচ্ছিলে --
                        প্রিয়তম খ্রীস্‌মাস বিকেল

আর ছুটে যাওয়া হল না, ঘুমের ভিতর
রিক্ত দশকের প্ল্যাটফর্ম ছেড়ে কবিতার অলৌকিক পরিযান
ছুটে যাচ্ছিল – অদৃশ্যনগর ছেড়ে তিরবুন্তপুরমের দিকে