শুক্রবার, ১ মার্চ, ২০১৩

কবিতা - তানজির উদ্দিন


আন্দার রাইতে
তানজির উদ্দিন


আন্দার রাইতে বান্দার সুরুত
আয়ে যারা এ মন কাবায় ,
দয়াল তারে দেয়রে মুরদ
বিচারিত এ মন কাবায় ।
রাইতে যখন ঘুমায় বান্দায়
কে গো ও বান্দা লও কান্দি
দয়ালে পিরীত লাও বান্দায়
আহারে এ মহান কোন বন্দি ।
জোড় হাতে করিয়া মুনজাত
ও দয়াল মাপি করও রে
চন্দ সুরুজ তারার মেলা
আকাশ পানে রয় তাইরে
একলায় দ্যাখে এ আন্দার খেলা ।
রাইতের মাপি ও খোদা
চাই দয়াল তোর দোয়া ।
আন্দার রাইতে বান্দার এ কোন সুরত । ।