মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

কবিতা - বেবী সাউ

প্রেম
বেবী সাউ


আমার এক গোপন কুঠুরী আছে
আর এক নৈঃশব্দ্য আকাশ

প্রত্যেক দিন যা হারিয়ে যায়
অথবা হারানোর ভবিষ্যৎ খোঁজে

ঠোঁট দিয়ে কি খোঁজ করো তুমি
ভয় ?
নাকি ভালোবাসা ?

হেমন্তের মাঠে রোজ কিছু কুয়াশা আসে
আমি ভুল করে ফিসফিসিয়ে উঠি 'ভালবাসি'

তুমি মৌন চোখে আকাশ দেখো

তারপর , এক এক পা করে পৌঁছে যাও প্রেমিকার বাড়ি ।

বলো , কেউ কি চাঁদ দেখে রোমাঞ্চহীন রাতে ?

1 comments:

sonamann(piyush Banerjee) বলেছেন...

ভালো লাগল।অনর্থক জটিল করার মানসিকতা নেই।