মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

কবিতা - অতনু বন্দ্যোপাধ্যায়

অনিদ্রা
অতনু বন্দ্যোপাধ্যায়


এইতো খরচে
ইশারা র র্যা ম্প
বেয়ে নামছে কার্নিশ
বিছানা থেকে অসম্ভব শাড়ি
#
পাল্টাচ্ছে রং
হেরে যাওয়া
কাছের জানালায়
#
আমাদের শেষ তখন শোনারপাতায়
টিলা থেকে নেমে আসা বাণ
নামিয়েছে সকাল
পাতাশের বৃষ্টি হয়ে
#
শিশুরা দেখছে এইসব
আর ঘুড়িতে রঙিন
#
আর প্রিয় শরীর চলে যাচ্ছে
বাগানের দিকে
আহা আহা
স্নানের দিকে

1 comments:

Subhankar Paul বলেছেন...

ইশারা র র্যা ম্প - ei line ti amar kache trutipurna bale mane holo , eta ki typer vul na evabei lekha hayeche