মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

কবিতা - অনুপম মুখোপাধ্যায়

শহর
অনুপম মুখোপাধ্যায়



একটা শহর সেখানে দারুণ পনীর তৈরি হচ্ছে

আকাশটা আশ্চর্য নীল
ঘোড়সওয়ারের মূর্তির রঙ ঘন সবুজ , আর
দেওয়ালে দেওয়ালে সোনা ঝলসাচ্ছে

তুমি আমি সেই শহরে যাচ্ছি

তুমি আমি

বদলে দেওয়া দুধ ভালোবাসছি