মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

কবিতা - প্রসেনজিৎ দত্ত

ইহান্তর
প্রসেনজিৎ দত্ত


অপার নাগরিক শেষ হয়ে গেছে!
সেই সব একলা অনুধ্যান রঙের খাদ্য।
শুয়ে আছে স্বপনছটা,
পুরনো ব্যাকরণ মেনে তার্কিক অঞ্চল ছাড়ে!
এ যাবত দুর্বোধ্য বন্ধুরা
শকুন-সংক্রান্তির দিনে উপোস করেছিল।

এই ভাবে ঘোষণা করা যায় ছুঁইশুচি—
মাটিজীবন পার করে কান্নাও কাঁদে;
দুশোছয় কঙ্কাল ছুঁয়ে গিয়ে
নরখণ্ড ব্যাধে মাথানত মুদ্রায় নিশানা সানায়।
এরপর শিল্পান্তর।
ছড়াছড়ি রং
সিদ্ধির শত্রুর কাছে গণেশভ্রমণ;
পংক্তিবিহীন পাইনকাঠে ভাঙাতে দিয়েছি পঞ্জিকা 
 
 

1 comments:

Subhankar Paul বলেছেন...

prasenjiter lekha kintu amar besh laglo , mondiye keyekbar parlam , r o likhe jau