মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

কবিতা - সাজ্জাদ সাঈফ

তমা সিরিজ
সাজ্জাদ সাঈফ


দেয়াল

এসো না অতটা কাছে মাঝামাঝি দেয়াল মেঘের-
সন্ধ্যেটা ঢেউগণিতের সমকোনে কদাকার মৌমাছি বৈ ত কিছু নয় ল্যাম্প পোস্টের আড়াআড়ি ছায়া ঘন কুয়াশায় কড়া পাতি চা দুর্মূল্যের ভেঁপু
তুমি পারো বটে,ওই অতখানি খাঁদ এক ঝটকায় লাফিয়ে পেরোনো আর যাই হোক ছাপোষা মাঝির এক জীবনে দুরুহ বোনাস,হাত বাড়ানোই সার,দেয়ালে কি সব শিশুতোষ আঁকিবুকি,কেউ এনে দিলো বুঝি সমনের ঘুঁটি ,আর এক পা,তমা,তোমাকে দূর্যোগে পেতে চাই আজ!


নকশা


আলজিভে কৃষকের ধান, বসন্ত বিপ্লবে, নিয়েছ চাবুকের গতি অস্ত সুর্যে ধীর, প্রিয়
শেমিজের আয়ত‌ণে, উরুবন্দি শাল বাগান বিষ্ঠা বীজ়ে সাবাড় ...

পতনে প্রাপ্প শোকের মত পায়রা গুনছি বসে ,বিকেল ছনের ব্যাস্ত বাতাসে কুমারি পুজোর জোগাড়,সত্যি হেসে
ফুলবাবু রোদ দাঁত কাটা পেন্সিলে ঝলমল করলে আড় চোখ ও'কে কুশলাদি সেধে বস্তুবাদি হয়,দেয়ালের বার্ধক্যে আমি ফের নকশা বসাই !


শুমারি করা নেই


সমস্ত পথ বুনো শরতের সাথে উত্‍সব গাঁথা পতাকার উদ্বোধন,হামাগুড়ি দিয়ে সরিয়ে আনো জেলখানাটা-

কচুরী-পানার স্রোতে দীঘি নালা'রাও সমূদ্রকে চায়,মাস্তুলে সুপুড়ি কুড়োতে আসা জেলেশিশুদের শেষতম হাড়, তা'ই বলো শীত কি পৃথক জলবিন্দু সাজাবে ঘাসে?

তোমার দখলে তবু খাস তরবারি,চৌরাস্তার জলে ঘূর্ণি পাঁকিয়ে উঠে আসা নদী...
ঘুম ঘুম চোখে সরীসৃপ যেটুকু চায়,তার চেয়ে বলো কে বেশি জাগ্রত?

সহজ বাণিজ্যে খোলসের মধু শুনি কোমরে সেতার,কোন দিকে যাবে,এ পথের কোনো শুমারি করা নেই।

1 comments:

Subhankar Paul বলেছেন...

সাজ্জাদ সাঈফ tomar ei tinti kabitai besh valo , amar valo legeche tomar sahjsabda chayon , sabalil balar vangi.......