মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

গণেশ পাইনের ছবি প্রসঙ্গে - অরুণ ঘোষ

গণেশ পাইনের ছবি
অরুণ ঘোষ


মিনিয়েচার ছবি খুঁটিয়ে দেখার, অর্থাৎ ছবির প্রতিটি কাহিনী ঘুরেফিরে পর্যবেক্ষণ করার, এক স্বতন্ত্র রসাস্বাদনের দিক আছে। শ্রীপাইনের ছবিও সেই জাতের। ছবি খুঁটিয়ে না দেখলে সহজে চোখে ভাসে না অন্তর্নিহিত শিল্পবার্তা। এই ভাবে তুলনা করে দেখলে দেখা যায় ইদানীং ওঁর ছবির রঙ অন্ধকার থেকে আলোয় উত্তরিত হচ্ছে মৃদু অথচ দৃঢ় পদক্ষেপে। অন্ধকারের কৃষ্ণবর্ণ আবহে সামাজিক নৈরাজ্যে যে ইঙ্গিত পাওয়া যেত ওঁর ছবিতে তার স্থান নিচ্ছে ঊষালগ্নের মানসিক প্রশান্তি।