মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

কবিতা - কৌশিক বিশ্বাস

ভ্রমণ
কৌশিক বিশ্বাস



যে সব তোড়জোড় পড়ে ছিল
খোলা টিকিটের গন্তব্যে
অস্থায়ী নেশা নেশা ঘোরে বাদামি স্তাবক দিশেহারা

নোয়ানো জবা গাছ ব্যালকনি ঘিরে উঠে যাওয়া
ঘুম ঘুম পাণ্ডুলিপি

চুমুকে গিলে ফেলা অজুহাতে আমার হাত ...

রেখে দিয়ে গেছি কত না সমুদ্দুর
বহুদূর দিয়ে গড়ানো রেললাইনের কাহিনী
টিকিটের থেকে সরিয়ে রেখেছি খিদে
অসমাপ্ত ভ্রমণকথা ।