মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

কবিতা - কচি রেজা

গনেশ পাইন
কচি রেজা


ও পাড়ার লোকেদের পুনরুত্থান নেই অথচ আরেকটা জন্মের জন্য কেঁপে ওঠে পুনঃমৃত্যু --- যে-তুমি নির্বাচিত হও মাছেদের বহুদূর ভবিষ্যৎ দেখে, জানি না নখ ছুঁয়ে কেনো ঘেমে ওঠে জামা, কুকুর আঁচড়ে যাচ্ছে অস্থির শব, প্রত্যাহার করো এই চাপা বিষাদ, বেঁকে যাক ইউক্যালিপটাস আর লগ্নজীবী তরুনী, তালিকায় নিতে পারোr অসুখপর্ব? অজানা অবাধ্য আমি, নির্দিষ্ট অহংকারে বুনে যাচ্ছি সাদা সিল্ক,রাত জাগার সহচর তবে কী অতিচাঁদ অথবা রুদ্ধশ্বাস তাঁত?