বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবিতা - সাজ্জাদ সাঈফ

দুটি কবিতা
সাজ্জাদ সাঈফ


প্রেম-১
চিবুকে রোদ পড়তেই আড়মোড়া ভেঙে উঠলে যেন,কতটা কি ভাবছো ভারি,তাকাতেই
বুকে দস্যি হাপড়;ছইঘরে সাঁতরে ওঠে ঢেউ,দামাল তুফান;

সাঁকো অব্দি সর্পিল পথ,ঘাসফুল,জলা,পুকুর কচুরি,ছনবাঁধা ঘর,এলোমেলো মন,সাঁকো পেরোলেই তোমার বাড়ি,কত আয়োজন লুকিয়ে দেখার,নথ রিবনের রোদমাখা দিন,ইচ্ছেদুপুর!

চোখের কাঁজলে কত জল লুকানো তোমার,কোন শতাব্দীর হয়ে জলাধার তুমি অর্পিতা!

কাছাকাছি নামতার সুরে নেমে আসি মেঘ,বৃষ্টিকে দেখাবে না উঠোনের পথ?


প্রেম-২

অতটা উতলা কেন হোস মন,ঝাউতলা পাথরে বাঁধাস,উঠোনে পলাশ বসন্তে লাল,রোদে

রাহাজানি উন্মাদনা-

তুফানের ডানা খুলে দিলে ঝাঁপিয়ে পড়বো জলে,ডুবি তুমি চাও,আয়না মুছে তফাতে দাড়াও,সিল্ক চুলে ঢেঊ তবু তা'ই রহস্য ঘোর, একাকীত্ব প্রণয় আমার-

কী ঠান্ডা কাঁপা কাঁপা জল কোমরে পাতো,লাজুক পাতার মতো নাড়িয়ে যাও গাছ,মানুষের ভিড় ঠেলে নেমে আসি জলে,ডুবি তুমি চাও,উৎকর্ণ সরোদ বাজে নক্ষত্রে নিপুন চয়ন,পাতাবাহারের ঘাম উহ্য শিশির,আলগোছে ভেজা পা, ডুবি তুমি চাও প্রসঙ্গত,কেউ ফেরে না এই ভেবে!

ডাকছি নে লোম দাঁড়াক নিজেই,মৈথুন দাঁতে শিরশির ভেঁপু,মশাল জ্বলুক রক্তশিরায়

হিংসে কেন হবে আজকালকার প্রেমে,আমি যে প্লেটনিক চাই।

5 comments:

andrew222 বলেছেন...

jotil hoise dosto

andrew222 বলেছেন...

AMI laful bydeway

sazzad বলেছেন...

thanks bondhu

Shupantho বলেছেন...

দুটো কবিতাই পাঠে বেশ মুগ্ধ হয়েছি , মন ছুঁয়ে যায় - 'হিংসে কেন হবে আজকালকার প্রেমে,আমি যে প্লেটনিক চাই' দারুণ !! কবি ও কবিতার জয় প্রত্যাশা অবিরত ...

sazzad বলেছেন...

অনেক শুভেচ্ছা কবি
shupantho mallick