বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবিতা - অলক বিশ্বাস

 
খাদান ধুলো
অলক বিশ্বাস



আরও একটু সময় যদি দাও
আরও একটূ ফর্সা হবে রাত
তোমাকে আমি বুঝেছি দুর্বার
কণ্ঠস্বরে তাই রেখেছি হাত।

গল্পে তুমি নদী চিত্রকল্প ঢেউ
ক্ষত বাড়ায় একটা ধাপা মাঠ
একটু একটু হচ্ছো জলহীন
এখনো তুমি মধ্যরাতের হাট।

খাদান জুড়ে বিষাদ গানের সুর
পাথর ভাঙে নি:স্ব পাজর বুক
খাদান ধুলো মাপো প্রতিধ্বনি
নতুন হতে ইচ্ছে করে খুব ।

1 comments:

Indranil Sengupta বলেছেন...

ছন্দটা দারুণ। ভাল লাগল।