সোমবার, ১৬ জুন, ২০১৪

কবিতা - মৌমিতা চন্দ্র

ক্রমশঃ প্রকাশ্য 




লাল ফোঁটায় বিবাহিত ছাপ পড়ছে নিরন্তর,

সুযোগের বহুমাত্রিক ভঙ্গিতে এলানো বিছানা-

তুমি কুমারী রূপেই অচেতন,

এভাবেই চলে যদি সব

আলেয়ার গতিপ্রকৃতি একদিন ঠিক ভুলে যাবো


ফিরতি পথে ডানা ঝাপটানো অভিশপ্ত গল্প কিছু

দ্রুত পেড়ে আনছে ধূলো মাখা সকাল

তুমিও ক্লান্ত বাঁচো পুরোনো বারান্দায়

ধোঁয়ায়..


নির্দেশ দাও অর্চিষ্মান..

পাশ ফিরে শুতে বলো ওকে

শূণ্য পথে এখনো যদি ঘুরে মরে হাঁটি হাঁটি পা

প্রলাপহীন সতর্কতায় বলে দিয়ে যাও

আপাত শান্তি সবক্ষেত্রে-

নজিরহীন কূটকাচালি

তীর্যক দৃষ্টি সব শিকেয়,

বিজ্ঞাপিত যোগে প্রকাশ..

পরবর্তী কাহিনী আগামী বর্ষায়