সোমবার, ১৬ জুন, ২০১৪

কবিতা - সিয়ামুল হায়াত সৈকত

অতঃপর একটি গল্পের সমাপ্তি




যৌবনের ভাটশালিক আরেকটি উপসংহার টেনে পৌড় জীবনের ডাক দিচ্ছে

ভীতসন্ত্রস্ত যৌবনটা অকালবৃদ্ধের দেহে বাস করার অযোগ্য হয়তো অযোগ্য হচ্ছে



নিয়মনীতির বেড়িবাঁধে আটকে গিয়ে যৌবনটা আজ বড্ড অসুস্থ পাশে নেই কেউ

একফোঁটা জল এগিয়ে দেওয়ারও কোন হাত



যে যৌবন দাপুটে ঘোড়ার মত চঞ্চল আর প্রাণবন্ত ছিল ছিল সাহসী বীরের


সঞ্চালক আফসোসএকটি দমকা হাওয়া তার বিষফোঁড় হলো হারিয়ে দিল মহাকালের


অতলগহ্বরে একটি যৌবন একটি পূর্ণাঙ্গ জন্মের শিরদাঁড়াকে