সোমবার, ১৬ জুন, ২০১৪

কবিতা - সহেলী রায়

প্যারালাইসড সংলাপ




আঁশটে গন্ধে
ত্রিভুজ শরীর খোঁজে 
একে অপরের ঠিকানা।

মন খোঁজে স্বরূপ, রূপ খোঁজে ঈর্ষা
পরতে পরতে চিরসবুজ হয়ে থাকে শিশুর বিলাপ।

অহংকার নদী ঝাপ দেয় আরেক বালুকাতটে
যেখানে হৃদ ধ্বনি অপরিচিত মানুষের মত কথা বলে

মৌরিফুলের ঘ্রাণ ফিরে যাওয়ার গ্রামাফোনের গান
যৌন খিদের পাশে রাত জেগে বসে থাকে মাতলার হাতছানি

শুধু শিশুমুখ জানে সুদিনের প্রতীক্ষা
তাই জল ধরে রাখে গাছেদের গায়ে স্নেহ শিশি ভরে।