সোমবার, ১৬ জুন, ২০১৪

কবিতা - কৌশিক রায়

দানবের উত্থান





জানালায় বসে চিন্তাশীল  দাঁড়-কাক -

হিসাব চায় আমার অক্ষত ক্ষতের

শুকনো বালি-ঝড়ে ভিজে ওঠে চোখ ,

শূন্য বুকে যন্ত্রণার ভরা উজান ;

টানছে আমায়, ছিঁড়েছে আমায়,

চাইছে শুধু তোকে -

পোড়া হাড়ে জাদুমন্ত্র পড়েও

জাগবে না, মড়া মনোস্তত্ত্ব

অন্ধকার ঘরের কোনে সুখ খোঁজে,

মৃত কুকুরের দল -

আর দানবের উত্থান শরীরে,


ডাকিনীবিদ্যায় করেছি রপ্ত