সোমবার, ১৬ জুন, ২০১৪

দুটি কবিতা - পিনাকী সেন

কবিতারই মত







একদলা কবিতারই মত গলার কাছে আটকে গেল 

বুকের নিদান থেকে ঝরঝরিয়ে ঝরছিল যে অঝোর ধারা

বাঁধ দিয়েছি এমনও তো না 

তবে কোথাকার কোন আপদ পাথর হঠাৎই

হায় রে বেঘোর কান্নাকাটি আঁকতে গেলাম জলছবিটি

আঘাত গুরুতর নয় জখম অনেকখানি








দমকা




ঠায় অপেক্ষায় টনটন করে উঠলে

উঠে জায়গা করে দিলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানালার পাশে

আমি সলজ্জ অসহায়,তুমি সামনে ঋজু বিভঙ্গে

হিসেব বহির্ভূত বাইরে তখন দৃশ্যপট বদলে যাচ্ছে দ্রুত

মেঠো জ্বলে-ওঠা সবুজ থেকে সুদীর্ঘ ফাটলে সরল দীঘি-পথ

প্রবল গুমোটে দমকা এলোমেলো করে দেয় আদতে