সোমবার, ১৬ জুন, ২০১৪

কবিতা - বোধিসত্ত্ব বন্দ্যোপাধ্যায়

ভুলেছো বর্ম দিতে





ঈশ্বর,--- নারীকে মাতৃ জঠর থেকে

        অভিমন্যু হতে শেখালে

আর দিয়েছিলে সহজাত বুদ্ধি

পুরুষ মনের দৃঢ় প্রাচীর ভেঙে

সহজেই অর্জন করা অন্দরের প্রবেশ অধিকার,

কিন্তু শেখানো হয়নি 

       নিপুণ নির্লিপ্ত নিষ্ক্রমণ, 







ঈশ্বর, -- নারীকে আপাত শরীরের আড়ালে

দিয়েছো আর এক সম্পদময় শরীর,---

অথচ রক্ষা করবে তেমন বর্ম দিতে গেছো ভুলে