সোমবার, ১৬ জুন, ২০১৪

কবিতা – মোনালিসা চট্টোপাধ্যায়

চৈত্রের বিকেল 

 


লাল ছিল চৈত্রের বিকেল

কতবার মনে হল তাকে কাছে ডাকি

কবেকার অন্ধদিন তার চুলে জমে আছে

ভ্রূপল্লবে বিদ্যুৎ থেমেছে

ওষ্ঠদুটির নীল মেঘ, গহন হৃদয়ে এসে শুয়েছে ছায়ারা

কিছুক্ষণ পর নামবে রাত

তিতির পাখিরা যাবে বহুদূরে নক্ষত্রের পাশে

শান্ত বন, নির্জনে হরিণ যাবে

অন্য এক হরিণের রক্তের ভেতর

সেখানে নিশ্চিন্ত দ্বীপে এই দুই সরল হরিণ

মুখোমুখি কাটাবে প্রহর।

তখন কোথাও নেই কোলাহল

ক্লান্তি নেই, অবিরল গাছের মর্মর

অন্ধকার বাতাসের বুকে

হয়তো ঝরণার ক্ষীণ দূরতম শব্দ আসবে ভেসে

যদি কান পেতে শুয়ে থাকে সেই সুখী হরিণেরা


পৃথিবীকে ভুলে যেতে চেয়ে।