এই অবুঝ বিকেলে ছিঁড়ে যায় ঘুড়ির ডানা রাজকুমার শেখ
তোমার একুশ পূর্ণ হলে
বিছিয়ে দেব ফুল
অথবা মুঠো ভরে রেখে দেব কবিতা
যেখানে তোমার আঁচল খোলা আকাশ
আমার বিকেল
বাদামের গায়ে তোমার চুলের গাঢ়তা
খুশবু মেখে শিশিরে
সে আমার প্রেম
আমার মৃত্যু রঙের ভালোবাসা
তোমার এই একুশে---
রেখেছি একটি বিকেল
আর দু ফোঁটা অশ্রু
মাখিয়ে দিয়েছি আমার নীল রঙের
ঘুড়িতে ....
তোমার একুশ পূর্ণ হলে
বিছিয়ে দেব ফুল
অথবা মুঠো ভরে রেখে দেব কবিতা
যেখানে তোমার আঁচল খোলা আকাশ
আমার বিকেল
বাদামের গায়ে তোমার চুলের গাঢ়তা
খুশবু মেখে শিশিরে
সে আমার প্রেম
আমার মৃত্যু রঙের ভালোবাসা
তোমার এই একুশে---
রেখেছি একটি বিকেল
আর দু ফোঁটা অশ্রু
মাখিয়ে দিয়েছি আমার নীল রঙের
ঘুড়িতে ....
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন