মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

গুচ্ছ কবিতা - হাসনাত শোয়েব

গুচ্ছ কবিতা
হাসনাত শোয়েব



চকলেট ফলের জীবনী

বিতিকিচ্ছিরি মেঘ তোমার স্তব গাঁথা আর কতো শুনাবে। এবার শুনব চকলেট ফলের আত্নজীবনী। ফুলের পরাগায়নে নতুন প্রাণ স্পন্দন। মধুবাস ছড়িয়ে যায় বনস্পতির শিরায় শিরায়। শুরু হয় প্রজননের দীর্ঘ প্রলাপ। ব্যর্থ প্রণয়কাল হয়তো এবার শেষ হবে। তোমকে ছুঁতে চাই প্রিয় চকলেট। একটু সহজ হও। তুমি এক অভেদ্য ফল গাছ!


মুনলাইট সোনাটা


পকেট ভর্তি মুনলাইট সোনাটা
বিপন্ন বিস্ময়ে কখনো পাখি হতে নেই
আমি মেঝেতে অসুখ ছড়িয়ে রাখি
তুমি দুটো আঙ্গুল খুলে রেখো।

চিলের কণ্ঠে মানুষপোড়া সুর
আমার সাথে বাঘের সংসার
আরও একবার ডুব দিয়ে আসি জলে
হায়! তুমি এখনো মানুষ বুঝনি।


রোদছাতা ও নক্ষত্র পতন


ঘুমুতে যাওয়ার সময় ছাতা নিয়ে যাওয়া ভাল। আকাশ ভেঙে মরে যাওয়ার ভয় থাকেনা। আমিও যাই। ম্যাগনোলিয়ান বন থেকে শঙ্খ নদীর তীর বরাবর। ডারওইনের সরীসৃপ হয়ে কিছুটা রোদ মেখে নেই। রোদেরও নিজস্ব ছাতা থাকে। মূলত সমস্ত বিপ্রতীপ সম্পর্কের একটা করে ছাতা থাকে। আমার ছাতাটা আকাশের দিকে খুলে দিই।

নক্ষত্রের পতন ঠেকানো গেল বলে!