আত্মজৈবনিক মধুরিমা দত্ত
এসব আত্মজৈবনিক কথা
আমাদের লোডশেডিং এর দেশে মানায় না।
তার চে’ বরং যদি শুকনো পাতা ঝরিয়ে
আরো কিছু নগ্ন হতে পারতাম
তোমার সাথে হেমন্তের বিকেলে দেখা হতেও পারতো।
সন্ধ্যা হলেই জানো, বড়ো বেশি
নড়বড়ে হয়ে ওঠে কলকব্জা,
রাস্তায় উপুড় হয়ে শুয়ে থাকি,
মাথার মধ্যে ঝনঝন করে ওঠে প্ল্যাটফর্ম।
আমি জানতে চেয়েছিলাম,
জ্যোৎস্নার সাথে তোমার সম্পর্ক,
জানতে চেয়েছিলাম অস্থিরতার ফোনেটিক্স।
ভালোবাসার পাশে এখন জোনাকি বসিয়ে রেখেছি,
শীতকালের চোখ দিয়ে এখনো তোমাকে দেখিনি আমি,
ইতস্তত বেঁচে আছি বলেই রোজ এতো প্রশ্ন পায় আমার।
কাঁপতে কাঁপতে জানলা তুলে দিই,
দেখি, সকলেই সকলের অভ্যাস নিয়ে কুলকুচি করে।
সকাল বিকেল এভাবে বোধিবৃক্ষের
এঁটো হয়ে যাওয়া দেখতে আমার বেশ লাগে।
এসব আত্মজৈবনিক কথা
আমাদের লোডশেডিং এর দেশে মানায় না।
তার চে’ বরং যদি শুকনো পাতা ঝরিয়ে
আরো কিছু নগ্ন হতে পারতাম
তোমার সাথে হেমন্তের বিকেলে দেখা হতেও পারতো।
সন্ধ্যা হলেই জানো, বড়ো বেশি
নড়বড়ে হয়ে ওঠে কলকব্জা,
রাস্তায় উপুড় হয়ে শুয়ে থাকি,
মাথার মধ্যে ঝনঝন করে ওঠে প্ল্যাটফর্ম।
আমি জানতে চেয়েছিলাম,
জ্যোৎস্নার সাথে তোমার সম্পর্ক,
জানতে চেয়েছিলাম অস্থিরতার ফোনেটিক্স।
ভালোবাসার পাশে এখন জোনাকি বসিয়ে রেখেছি,
শীতকালের চোখ দিয়ে এখনো তোমাকে দেখিনি আমি,
ইতস্তত বেঁচে আছি বলেই রোজ এতো প্রশ্ন পায় আমার।
কাঁপতে কাঁপতে জানলা তুলে দিই,
দেখি, সকলেই সকলের অভ্যাস নিয়ে কুলকুচি করে।
সকাল বিকেল এভাবে বোধিবৃক্ষের
এঁটো হয়ে যাওয়া দেখতে আমার বেশ লাগে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন